3সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি পারণ মরুভূমি থেকে তাদেরকে পাঠালেন। তাঁরা সবাই ইস্রায়েল সন্তানদের শাসনকর্ত্তা ছিলেন।
4তাদের নাম হল: রূবেণ বংশের মধ্যে সক্কূরের ছেলে শম্মূয়;
5শিমিয়োন বংশের মধ্যে হোরির ছেলে শাফট;
6যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;
7ইষাখর বংশের মধ্যে যোষেফের ছেলে যিগাল;
8ইফ্রয়িম বংশের মধ্যে নূনের ছেলে হোশেয়;