Text copied!
Bibles in Bengali

গণনা 13:3-8 in Bengali

Help us?

গণনা 13:3-8 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি পারণ মরুভূমি থেকে তাদেরকে পাঠালেন। তাঁরা সবাই ইস্রায়েল সন্তানদের শাসনকর্ত্তা ছিলেন।
4 তাদের নাম হল: রূবেণ বংশের মধ্যে সক্কূরের ছেলে শম্মূয়;
5 শিমিয়োন বংশের মধ্যে হোরির ছেলে শাফট;
6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;
7 ইষাখর বংশের মধ্যে যোষেফের ছেলে যিগাল;
8 ইফ্রয়িম বংশের মধ্যে নূনের ছেলে হোশেয়;
গণনা 13 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী