Text copied!
CopyCompare
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী - যাত্রাপুস্তক - যাত্রাপুস্তক 20

যাত্রাপুস্তক 20:3-5

Help us?
Click on verse(s) to share them!
3আমার সাক্ষাৎে তোমার অন্য দেবতা না থাকুক।
4তুমি আমার জন্য ক্ষোদিত প্রতিমা তৈরী কোরো না; উপরের স্বর্গে, নীচের পৃথিবীতে ও পৃথিবীর নীচে জলের মধ্যে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কোরো না,
5তুমি তাদের কাছে প্রণাম কোরো না এবং তাদের সেবা কোরো না; কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর; আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই;

Read যাত্রাপুস্তক 20যাত্রাপুস্তক 20
Compare যাত্রাপুস্তক 20:3-5যাত্রাপুস্তক 20:3-5