13আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন,
14চিল ও যে কোনো বাজপাখি
15এবং বিভিন্ন ধরনের কাক,
16উটপাখি, রাত্রিশ্যেন ও গাংচিল এবং নিজেদের জাতি অনুসারে শ্যেন,
17পেঁচা, মাছরাঙ্গা ও মহাপেঁচা,
18দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী,
19সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।