14সে নিজের ঘরের দরজায় বসে, নগরের উঁচু জায়গায় আসন পেতে বসে;
15সে পথিকদেরকে ডাকে, সরলপথগামীদেরকে ডাকে,
16যে অবোধ, সে এই জায়গায় আসুক, যে বুদ্ধিহীন, সে তাকে বলে,
17চুরি করা জল মিষ্টি, নিরালার খাবার সুস্বাদু।
18কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।