9তখন সন্ধ্যাবেলা, দিন শেষ হয়েছিল, রাত অন্ধকার হয়েছিল।
10তখন দেখ, এক স্ত্রী তার সামনে আসল, সে বেশ্যার পোশাক পরেছিল ও অভিসন্ধির হৃদয় ছিল;
11সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;
12সে কখনও সড়কে, কখনও রাস্তায়, কোণে কোণে অপেক্ষা করতে থাকে।
13সে তাকে ধরে চুমু খেল, নির্লজ্জ মুখে তাকে বলল,