11বিন্যামীনের পক্ষে গিদিয়োনির ছেলে অবীদান।
12দানের পক্ষে অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর।
13আশেরের পক্ষে অক্রণের ছেলে পগীয়েল।
14গাদের পক্ষে দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ।
15নপ্তালির পক্ষে ঐননের ছেলে অহীরঃ।”
16এরা মণ্ডলীর মনোনীত লোক, তারা তাদের পূর্বপুরুষদের বংশের শাসনকর্ত্তা; তারা ইস্রায়েলের হাজারপতি ছিল।