5তার পা মৃত্যুর কাছে নেমে যায়, তার পা পাতালে পড়ে।
6সে জীবনের সমান পথ পায় না, তার পথ সব অস্থির; সে কিছু জানে না।
7অতএব আমার পুত্ররা, আমার কথা শোনো, আমার মুখের বাক্য থেকে মুখ ফিরিয়ে নিও না।
8তুমি সেই স্ত্রীর থেকে নিজের পথ দূরে রাখ, তার ঘরের দরজার কাছে যেও না;