Text copied!
CopyCompare
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী - হিতোপদেশ - হিতোপদেশ 31

হিতোপদেশ 31:12-15

Help us?
Click on verse(s) to share them!
12তিনি জীবনের সব দিন তাঁর উপকার করেন, অপকার করেন না।
13তিনি মেষলোম ও মসীনা খোঁজ করেন, আনন্দিত ভাবে নিজের হাতে কাজ করেন।
14তিনি বাণিজ্য-জাহাজের মত, তিনি দূর থেকে নিজের খাদ্রসামগ্রী আনেন।
15তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদেরকে খাবার দেন, নিজের দাসীদেরকে কাজ নির্ধারণ করে দেন।

Read হিতোপদেশ 31হিতোপদেশ 31
Compare হিতোপদেশ 31:12-15হিতোপদেশ 31:12-15