18দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী,
19সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।
20চার পায়ে চলা পতঙ্গ সব তোমাদের জন্য ঘৃণিত।
21তাছাড়া চার পায়ে চলা পাখনাবিশিষ্ট জন্তুর মধ্যে মাটিতে লাফানোর জন্যে যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে।
22ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে।