Text copied!
Bibles in Bengali

হিতোপদেশ 19:22-26 in Bengali

Help us?

হিতোপদেশ 19:22-26 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 মানুষের হৃদয়ে সে যা সিদ্ধান্ত করে তা তার নির্ধারিত সত্য রূপে পরিগণিত হয়, একজন গরিব লোক হওয়া ভাল।
23 সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়, যার তা আছে, সে সন্তুষ্ট হয়, সে ক্ষতির দ্বারা নির্যাতিত হয় না।
24 অলস থালায় হাত ডুবায় এবং সে আবার মুখে দিতেও চায় না।
25 উপহাসককে প্রহার কর, অশিক্ষিত বুদ্ধিমান হবে; যে উপলব্ধি করে তাকে অনুযোগ কর এবং সে জ্ঞানলাভ করবে।
26 যে তার বাবার প্রতি চুরি করে মাকে তাড়িয়ে দেয়, সে লজ্জাকর ও অপমানজনক সন্তান।
হিতোপদেশ 19 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী