Text copied!
Bibles in Bengali

হিতোপদেশ 18:6-15 in Bengali

Help us?

হিতোপদেশ 18:6-15 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 নির্বোধের ঠোঁট বিবাদ সঙ্গে করে আনে এবং তার মুখ প্রহারকে আহ্বান করে।
7 নির্বোধের মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁটের দ্বারা নিজেকে ফাঁদে ফেলে।
8 পরচর্চাকারীর কথা সুস্বাদু এক টুকরো খাবারের মতো, তা দেহের ভিতরে নেমে যায়।
9 যে ব্যক্তি নিজের কাজে অলস, সে বিনাশকের ভাই।
10 সদাপ্রভুর নাম শক্তিশালী দূর্গ; ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়।
11 ধনীর ধন সম্পত্তি তার শক্তিশালী শহর এবং তার কল্পনা তা উঁচু প্রাচীর।
12 অধঃপতনের আগে মানুষের হৃদয় গর্বিত হয়, কিন্তু সম্মানের আগে নম্রতা আসে।
13 শোনার আগে যে উত্তর করে, তা তার বোকামিতা ও অপমান।
14 মানুষের আত্মা তার অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করতে পারে?
15 বুদ্ধিমানের হৃদয় জ্ঞান অর্জন করে এবং জ্ঞানবানদের কান জ্ঞানের খোঁজ করে।
হিতোপদেশ 18 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী