Text copied!
Bibles in Bengali

হিতোপদেশ 17:15-20 in Bengali

Help us?

হিতোপদেশ 17:15-20 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 যে দুষ্টকে নির্দোষ বলে প্রমাণ করে ও যে ধার্ম্মিককে দোষী করে, তারা উভয়েই সদাপ্রভুর ঘৃণার পাত্র।
16 নির্বোধ প্রজ্ঞা শেখার জন্য কেন অর্থ দেবে, যখন তার শেখার জন্য কোনো দক্ষতা নেই?
17 বন্ধু সবদিনের ভালবাসে এবং ভাই কষ্টের জন্য জন্মায়।
18 একজন লোক যার কোনো জ্ঞান নেই সে প্রতিশ্রুতির বন্ধন তৈরী করে এবং তার প্রতিবেশীর ঋণের জন্য দায়ী হয়।
19 যে দ্বন্দ্ব ভালবাসে, সে অধর্ম্ম ভালবাসে; যে ঔদ্ধত্যপূর্ণ ভাবে কথা বলে সে বিপদকে আমন্ত্রণ দেয়।
20 যে কুটিল হৃদয়ের, সে ভালোর খোঁজ করে না; যার জিহ্বা বিকৃত, সে বিপদে পড়ে।
হিতোপদেশ 17 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী