Text copied!
Bibles in Bengali

যিহোশূয় 15:28-49 in Bengali

Help us?

যিহোশূয় 15:28-49 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 হৎসর-শূয়াল, বের-শেবা, বিষিয়োথিয়া,
29 বালা, ইয়ীম, এৎসম,
30 ইল্‌তোলদ, কসীল, হর্মা,
31 সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না,
32 লবায়োৎ, শিল্‌হীম, ঐন ও রিম্মোণ; নিজেদের গ্রামের সঙ্গে মোট উনত্রিশটি নগর।
33 নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না,
34 সানোহ, ঐন্‌গন্নীম, তপূহ, ঐনম,
35 যর্মূৎ, অদুল্লম, সোখো, অসেকা,
36 শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; তাদের গ্রামের সঙ্গে চৌদ্দটি নগর।
37 সনান, হদাশা, মিগদল্‌-গাদ,
38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,
39 লাখীশ, বস্কৎ, ইগ্লোন,
40 কব্বোন, লহমম, কিৎলীশ,
41 গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; তাদের গ্রামের সঙ্গে ষোলটি নগর।
42 লিবনা, এথর, আশন,
43 যিপ্তহ, অশ্‌না, নৎসীব,
44 কিয়িলা, অকষীব ও মারেশা; তাদের গ্রামের সঙ্গে নয়টি নগর।
45 ইক্রোণ এবং সেখানের উপনগর ও সমস্ত গ্রামগুলি;
46 ইক্রোণ থেকে মহাসমুদ্র পর্যন্ত অস্‌দোদের কাছে সমস্ত স্থান ও গ্রাম।
47 অস্‌দোদ, তার উপনগর ও সমস্ত গ্রামগুলি; ঘসা, তার উপনগর ও সমস্ত গ্রামগুলি; মিশরের স্রোত ও মহাসমুদ্র ও তার সীমা পর্যন্ত।
48 আর পাহাড়ি দেশে শামীর, যত্তীর, সোখো,
49 দন্না, কিরিয়ৎ-সন্না অর্থাৎ দবীর,
যিহোশূয় 15 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী