Text copied!
Bibles in Bengali

যিশাইয় 1:29-31 in Bengali

Help us?

যিশাইয় 1:29-31 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 “কারণ তুমি পবিত্র ওক গাছের জন্য লজ্জা পাবে যা তুমি কামনা করেছ এবং যা তুমি মনোনিত করেছ সেই বাগানের জন্য তুমি অপমানিত হবে।
30 কারণ তোমরা এলোন গাছের মত হবে যার পাতা শুকিয়ে গিয়েছে এবং সেই বাগানের মত হবে যার মধ্যে জল নেই।
31 শক্তিশালী লোকও শুকনো খড়কুটোর মত হবে এবং তার কাজ আগুনের ফুল্কির মত। তারা একসঙ্গে পুড়ে যাবে এবং কেউ তা নিভাবে না।”
যিশাইয় 1 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী