Text copied!
Bibles in Bengali

যিশাইয় 1:21-23 in Bengali

Help us?

যিশাইয় 1:21-23 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 বিশ্বস্ত শহরটা কেমনভাবে বেশ্যার মত হয়েছে! সে ন্যায়বিচারে পরিপূর্ণ ছিল; সে ধার্ম্মিকতায় পরিপূর্ণ ছিল, কিন্তু সে এখন হত্যাকারীতে পূর্ণ।
22 তোমার রূপা অপবিত্র হয়েছে; তোমার আঙ্গুর রসের সঙ্গে জল মেশানো হয়েছে।
23 তোমার শাসকেরা বিদ্রোহী ও চোরদের সঙ্গী; প্রত্যেকে ঘুষ নিতে ভালবাসে আর উপহার পেতে চায়। তারা অনাথদের রক্ষা করে না আর বিধবাদের মামলা তাদের কাছে আসতে পারে না।
যিশাইয় 1 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী