Text copied!
CopyCompare
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী - প্রেরিতদের কার্য্য - প্রেরিতদের কার্য্য 18

প্রেরিতদের কার্য্য 18:4-6

Help us?
Click on verse(s) to share them!
4প্রত্যেক বিশ্রামবারে তিনি সমাজঘরে ধর্মগৃহে বাক্য বলতেন এবং যিহূদী ও গ্রীকদের বিশ্বাস করতে উৎসাহ দিতেন।
5যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া থেকে আসলেন, তখন পৌল বাক্য প্রচার করছিলেন, যীশুই যে খ্রীষ্ট, তার প্রমাণ ইহুদীদের দিচ্ছিলেন।
6কিন্তু ইহুদীরা বিরোধ ও নিন্দা করাতে পৌল কাপড় ঝেড়ে তাদের বললেন, তোমাদের রক্ত তোমাদের মাথায় পড়ুক, আমি শুচি; এখন থেকে অযিহুদিদের কাছে চললাম।

Read প্রেরিতদের কার্য্য 18প্রেরিতদের কার্য্য 18
Compare প্রেরিতদের কার্য্য 18:4-6প্রেরিতদের কার্য্য 18:4-6