Text copied!
Bibles in Bengali

প্রেরিতদের কার্য্য 13:40-42 in Bengali

Help us?

প্রেরিতদের কার্য্য 13:40-42 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 তাই সাবধান হোন, ভাববাদীরা যা বলে গেছেন তা যেন আপনাদের জীবনে না ঘটে,
41 “হে অবাধ্যরা, দেখ আর অবাক হও এবং ধ্বংস হও; কারণ তোমাদের দিনের আমি এমন কাজ করব যে, সেই সব কাজের কথা যদি কেউ তোমাদের বলে, তবুও তোমরা বিশ্বাস করবে না।”
42 পৌল ও বার্ণবা সমাজঘর ছেড়ে যাওয়ার দিন, লোকেরা তাঁদের অনুরোধ করলেন, যেন তাঁরা পরের বিশ্রামবারে এই বিষয়ে আরোও কিছু বলেন।
প্রেরিতদের কার্য্য 13 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী