Text copied!
Bibles in Bengali

প্রেরিতদের কার্য্য 10:13-16 in Bengali

Help us?

প্রেরিতদের কার্য্য 10:13-16 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 পরে তাঁর প্রতি আকাশ থেকে এই বাণী হলো ওঠ পিতর, “মার এবং খাও।”
14 কিন্তু পিতর বললেন, প্রভু এমন না হোক; আমি কোনওদিন কোনোও অপবিত্র ও অশুচি বস্তু খাইনি।
15 তখন দ্বিতীয়বার আবার এই বাণী হল, ঈশ্বর যা শুচি করেছেন, তুমি তা অপবিত্র বলও না,
16 এই ভাবে তিনবার হলো, পরে আবার ঐ চাদরটি আকাশে উঠে গেল।
প্রেরিতদের কার্য্য 10 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী