Text copied!
Bibles in Bengali

গীতসংহিতা 55:4-6 in Bengali

Help us?

গীতসংহিতা 55:4-6 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমার হৃদয়ে বড়ই ব্যথা হচ্ছে এবং মৃত্যুর ভয় আমাকে আক্রমণ করেছে।
5 ভয় ও কম্প আমার উপর আসে এবং ভয় আমাকে আচ্ছন্ন করেছে।
6 আমি বললাম, “আহা! যদি পায়রার মত আমার ডানা হত, তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম নিতাম।
গীতসংহিতা 55 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী