Text copied!
Bibles in Bengali

গণনা 1:4-16 in Bengali

Help us?

গণনা 1:4-16 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আর প্রত্যেক বংশ থেকে একজন করে, একজন গোষ্ঠী প্রধান, তোমাদের সহকারী হবে।
5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে, তাদের নাম হল রূবেণের পক্ষে শদেয়ূরের ছেলে ইলীষূর।
6 শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল।
7 যিহূদার পক্ষে অম্মীনাদবের ছেলে নহশোন।
8 ইষাখরের পক্ষে সূয়ারের ছেলে নথনেল।
9 সবূলূনের পক্ষে হেলোনের ছেলে ইলীয়াব।
10 যোষেফের ছেলেদের মধ্যে ইফ্রয়িমের পক্ষে অম্মীহূদের ছেলে ইলীশামা, মনঃশির পক্ষে পদাহসূরের ছেলে গমলীয়েল।
11 বিন্যামীনের পক্ষে গিদিয়োনির ছেলে অবীদান।
12 দানের পক্ষে অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর।
13 আশেরের পক্ষে অক্রণের ছেলে পগীয়েল।
14 গাদের পক্ষে দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ।
15 নপ্তালির পক্ষে ঐননের ছেলে অহীরঃ।”
16 এরা মণ্ডলীর মনোনীত লোক, তারা তাদের পূর্বপুরুষদের বংশের শাসনকর্ত্তা; তারা ইস্রায়েলের হাজারপতি ছিল।
গণনা 1 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী