Text copied!
Bibles in Bengali

গণনা 19:5-7 in Bengali

Help us?

গণনা 19:5-7 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তার চোখের সামনে সেই গাভী পোড়ানো হবে; তার গোবরের সঙ্গে চামড়া, মাংস ও রক্ত পোড়ানো হবে।
6 যাজক এরসকাঠ, এসোব ও লাল রঙের লোম নিয়ে ঐ গরু পোড়ানো আগুনের মধ্যে ফেলে দেবে।
7 তখন যাজক তার পোশাক ধোবে ও শরীর জলে ধোবে। পরে শিবিরে প্রবেশ করতে পারবে, যদিও যাজক সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
গণনা 19 in ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী