10 সবূলূন বংশের মধ্যে সোদির ছেলে গদ্দীয়েল;
11 যোষেফ বংশের অর্থাৎ মনঃশি বংশের মধ্যে সূষির ছেলে গদ্দি;
12 দান বংশের মধ্যে গমল্লির ছেলে অম্মীয়েল;
13 আশের বংশের মধ্যে মীখায়েলের ছেলে সথুর;
14 নপ্তালি বংশের মধ্যে বপ্সির ছেলে নহ্বি;
15 গাদ বংশের মধ্যে মাখির ছেলে গ্যূয়েল।
16 মোশি যাদেরকে দেশ পরীক্ষা করতে পাঠালেন, এইগুলি সেই লোকেদের নাম। আর মোশি নূনের ছেলে হোশেয়ের নাম যিহোশূয় রাখলেন।